কলকাতা কথকতা
হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন মমতা ও অভিষেক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:০৬ অপরাহ্ন

বুধবারই হলো শুভ উদ্বোধন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন। হোয়াটসঅ্যাপ সম্প্রতি এই ফিচারটি চালু করেছে। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো যায়। মমতা - অভিষেকের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য নাকি এই ডিজিটাল মিডিয়াকে বেশি করে ব্যবহার করছে বিরোধী পক্ষ। তাই নিজের কথা নিজের মতো করে বলার তাগিদ থেকেই মমতা-অভিষেকের এই প্রয়াস। তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল মারফত মমতা-অভিষেক দিল্লি সমাবেশকে সফল করার আহ্বান জানাচ্ছেন। দিল্লিতে মোদি সরকারের কাছ থেকে বকেয়া পাওয়ার দাবিতে দুই অক্টোবর রাজঘাটে এবং তিন অক্টোবর যন্তর মন্তরে তৃণমূলের সমাবেশ আছে। দিল্লির সমাবেশ লাইভ দেখানো হবে মমতা-অভিষেকের এই চ্যানেলে। চ্যানেল খোলামাত্র দুপুর পর্যন্ত মমতার ফলোয়ার হয়েছেন তিন হাজার সাতশ জন। অভিষেকে তিন হাজার জন। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে দ্রুত আরও বেশি লোকের কাছে পৌঁছানো যাবে বলে পিসি-ভাইপোর ভাবনা।