ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

উড়ছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
mzamin

ডিসেম্বর মাসেই চক্রবর্তী পরিবারে আসতে চলছে নতুন অতিথি। হাতে বাকি মাত্র তিন মাস। তার আগে ঘরোয়া ভাবেই সাধের অনুষ্ঠান হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। শুভশ্রীর বাবা-মা, স্বামী ও শ্বশুরবাড়ির ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ঘরোয়া ভাবেই হলো নায়িকার সাধভক্ষণ। সবমিলিয়ে আনন্দের এ সময়টাতে যেন উড়ছেন শুভশ্রী। প্রথম সন্তান ইউভানের সময় হলুদ শাড়ি পরেই সাধ খেতে দেখা গিয়েছিল নায়িকাকে। এবার অবশ্য চিরাচরিত নিয়ম ভেঙে কুর্তিতে সেজে উঠলেন হবু মা। তবে কী কী খেলেন, কি আয়োজন হয়েছিল এই অনুষ্ঠানে সে ছবি অবশ্য সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেননি তারা। হয়তো এবার খানিকটা ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখাই প্রাধান্য পাচ্ছে তারকা দম্পতির কাছে! এই প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী বলেন, আমরা ব্যক্তিগত স্তরে কী খেলাম, কী করলাম সেটা সমাজমাধ্যমে তুলে ধরতে চাই না। কোথাও বলতেও চাই না। ছবি দিয়েছি যতটুকু প্রয়োজন। যদিও ইউভানের সময় বেশ ঘটা করেই সবকিছু আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। সেই ছবিও তুলে ধরেন সমাজমাধ্যমের পাতায়। তবে এবার যেন খানিকটা রাখঢাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তারা। দিন কয়েক আগেই একটি বিজ্ঞাপনের কাজে মুম্বই গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফিরতেই সাধের আয়োজন। এই মুহূর্তে তেমন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘দশম আবতার’-এ অভিনয় করার কথা ছিল নায়িকার। কিন্তু শারীরিক অবস্থার কারণে সরে এসেছিলেন ছবি থেকে। এবার অপেক্ষা তিন থেকে চার হওয়ার।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status