বিনোদন
মুখ খুললেন ‘জাওয়ান’ নির্মাতা
বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
‘জাওয়ান’ মুক্তির পর থেকে ব্যাপক আলোচনা হয়েছে শাহরুখ খানের একাধিক লুক নিয়ে। কখনো ন্যাড়া মাথা, কখনো আবার ব্যান্ডেজ জড়ানো রূপে দেখা যায় তাকে। সমালোচনা ছিল শাহরুখের লুক হলিউডের জনপ্রিয় এক ছবি থেকে হুবহু নকল করা। এ বিষয়ে পরিচালক অ্যাটলি জানান, সিনেমাতে আমি একজন অভিনেতার মুখ ঢাকতে চেয়েছি। এ জন্য একাধিক রকমের মাস্ক ব্যবহার করেছি। যাতে পরের দিকে তার লুক প্রকাশ্যে আনতে পারি।