বিনোদন
আসছে ‘ইতিবৃত্ত কোকিলাকাহন’
স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
নাট্যকার আবদুল্লাহ আল মামুনের সাড়া জাগানো নাটক ‘কোকিলারা’ অবলম্বনে মঞ্চে আসছে ‘ইতিবৃত্ত কোকিলাকাহন’। চট্টগ্রামের নাট্যদল ক্ষ্যাপাটের নতুন প্রযোজনা এটি। নাটকটি আগামী ৫ই অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে। নাটকের গল্পে একটি বৃত্তে তিনটি নারীর একই পরিণতির আখ্যান তুলে ধরা হয়েছে। নাটকটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ফাহমিদা ফাহা।