বিনোদন
দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৪৪ অপরাহ্ন

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে দাদা সাহেব ফালকে লাইভটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন এই পুরস্কার। চলতি বছরের শেষেই পুরস্কার হাতে পাবেন বর্ষীয়ান অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল অভিনেত্রী ওয়াহিদা রহমান। তার অভিনীত গাইড, পয়সা, কাগজ কে ফুল, সাহেব বিবি গোলাম, খামোশি’র মতো ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করে। শুধু বক্স অফিস নয়, তার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে ফিল্ম সমালোচকদেরও। প্রায় ৫ দশক ধরে সিনে পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন ওয়াহিদা। ২০১৫ সালে সবশেষ কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ওয়াহিদা। এ ছবির সাফল্যের পর ১৯৫৭ সালে ‘পয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতেও অভিনয় করেন। বলিউডের গুঞ্জন পাড়াতেও এক সময় ওয়াহিদা ছিলেন হট ফেভারিট। পরিচালক ও অভিনেতা গুরু দত্তর সঙ্গে তার গভীর সম্পর্ক নিয়ে সেই সময় মুখর হতো নানা ফিল্ম ম্যাগাজিন। তবে শুধু সিনেমা নয়, নানা সমাজসেবার সঙ্গেও যুক্ত থেকেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী।