ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

জবিতে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ, ক্ষোভ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের দ্রুত হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে সিট পাবে না। তারা দ্রুত হলের সিট ছেড়ে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া হলের যেসব ছাত্রীর স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদেরও দ্রুত হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী বা এমফিল অধ্যয়নরত ছাত্রী হলে থাকতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা। তারা বলছেন, বিবাহিত হলেও তো সবার পরিবার ঢাকায় থাকে না। এ ক্ষেত্রে তাঁদের জন্য হলটাই তো নিরাপদ। এভাবে নোটিশ দিয়ে নামিয়ে দেয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে চতুর্থ বর্ষের এক ছাত্রী বলেন, আমরা যারা বিবাহিত তারাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাহলে আমাদের কেন সিট ছাড়তে হবে? বাইরে থাকার চেয়ে হলে থাকতে পারলে আমরা নিরাপদে থাকি। অনেকের স্বামী ঢাকার বাইরে থাকে।

বিজ্ঞাপন
তাদের ফ্যামিলিও ঢাকায় থাকে না। 

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির এক বিবাহিত ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে  বলেন, হলে ওঠার পর কয়েক মাস আগে তার বিয়ে হয়। বললেই হল ছাড়া যায় না। নিরাপত্তা ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় থাকে। প্রশাসন এগুলো গুরুত্বে নিচ্ছে না। হল ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিতে অন্তত দুই-এক মাস সময় প্রয়োজন।

এদিকে দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের আবাসিক সিটের প্রতি মানবিক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দীন। তিনি  বলেন, ‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে করুণ দশা জগন্নাথের শিক্ষার্থীদের। নানা আন্দোলন সংগ্রামের পর নারী শিক্ষার্থীরা একটা হল পেয়েছেন। সেই হলে থাকার বিষয়ে যদি এত অসংবেদনশীল ও শিক্ষার্থীবিরুদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়টা খুবই দুঃখজনক। তবে নিয়ম মানার ক্ষেত্রে কিছু বিষয়ে আবাসিক শিক্ষার্থীদের যত্নশীল হতে হবে বলে আমি মনে করি।’  

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ দীপিকা রাণী বলেন, হলে অন্তঃসত্ত্বা ছাত্রীদের স্বাস্থ্যসেবার বিষয়ে কোনো ব্যবস্থাপনা নেই। ছাত্রীদের সতর্কতার জন্যই দ্রুত হল ত্যাগ করতে হবে। আর নীতিমালা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রী হলে আসন পাবেন না। বিবাহিতদের মধ্যে কেউ হল ছাড়ার জন্য সময় চাইলে মানবিক বিবেচনায় তাকে সময় দেওয়া হবে। অনেক দরিদ্র এবং মা-বাবা নেই, এমন ছাত্রীকে আবাসিক সুবিধা দেওয়া জরুরি প্রয়োজন।

১৬ তলা বিশিষ্ট আবাসিক হলটি উদ্বোধন করা হয় গত বছরের ১৭ই মার্চ। প্রতিষ্ঠার ১৬ বছর পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের একটি হল পান। ক্যাম্পাসের বাইরে নির্মিত একমাত্র আবাসিক হলটিতে ৬২৪ ছাত্রীর আসনের ব্যবস্থা করা হয়েছিল। তবে ১ হাজার ২০০ ছাত্রীর আসন বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

অদূর ভবিষ্যতে এ সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত বা emeregncy র বিষয়ে ব্যাবস্থাপনা করতে পারবেনা ভেবে এটা দিয়ে রাখল। যাতে পরে কেউ blame না করে। এনারাই আবার public health, শিশু স্বাস্থ্য আরো কত।বড়ো বড়ো বিষয়ের ডিগ্রি ধারী। অন্তঃস্বত্তা বোনদের বলবো আপনি আপনার বিষয়ে আরো।সতর্ক হোন। এদের সাথে গোয়ার্তুমি করতে গিয়ে আগত ভবিষ্যতের।এবং নিজের জীবনের ঝুকি নেয়ার আগে পরিবারের সাথে ভালো ভাবে কথা বলে নিন। আল্লাহ্ আমাদের কবে এসব জ্ঞানপাপী থেকে।মুক্তি দিবেন।

জাহাঙ্গীর আলম
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৮ পূর্বাহ্ন

আমি মনে করি, প্রত্যেকেই কারো থেকে কোনো সুবিধা নেওয়ার বিষয়ে এটা উপলদ্ধি করা দরকার যে, সুবিধা নিয়ে তিনি ঋণগ্রস্ত হলেন। ইলিগ্যাল উপায়ে সেই সুবিধা নিলে উপলব্ধ হোক যে তিনি নর্দমার আবর্জনা গলধঃকরণ করছেন।

শওকত আলী
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৫১ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে বিবাহিতদের থাকার এবং বসবাসের অনুমতি থাকলে অন্তসত্বা তো হবেই। অন্তসত্বা হলে থাকতে পারবেনা বেরিয়ে যেতে হবে এটা কিরকম সিদ্ধান্ত?

জামশেদ পাটোয়ারী
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৩০ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা এবং বিবাহিত নারীরা হলের বাহিরে অর্থাৎ নিজেদের খরচে অন্যত্র অবস্থান করবে এটাই তো স্বাভাবিক।

দয়াল মাসুদ
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৩১ পূর্বাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status