ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

লিবিয়ায় বন্যা: ডারনার মেয়রসহ গ্রেপ্তার ৮

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষ মারা যাওয়ায় লিবিয়ার ডারনা শহরের মেয়র, পানি সম্পদ বিষয়ক কর্তৃপক্ষ ও ড্যাম ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তাসহ আটজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ প্রসিকিউটর। কারণ, তারা ভয়াবহ ওই ঘটনার তদন্ত স্থগিত করে রেখেছিলেন। এ মাসে ডারনা শহরে দুটি ড্যাম বিধ্বস্ত হয়। এই ড্যাম দিয়ে সমুদ্রের পানি থেকে ওই অঞ্চলকে রক্ষা করা হচ্ছিল। কিন্তু ড্যাম ভেঙে কয়েক মিটার উঁচু হয়ে ভেসে পানি প্রবেশ করে ওই শহরে। ফলে সেখানে বসবাসকারীরা সরে যাওয়ার সময়ই পাননি।

ডানিয়েল নামের ঝড়ে গত ১১ই সেপ্টেম্বর ড্যাম দুটি ভেঙে যায়। এতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৮০০। আন্তর্জাতিক সাহায্যদাতা গ্রুপগুলো বলছে কমপক্ষে ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

সোমবার জেনারেল প্রসিকিউটর আল সিদ্দিক আল স্যুরের অফিস বলেছে, রোববার প্রসিকিউটররা অব্যবস্থাপনা, অবহেলা এবং ভুল করার কারণে ওয়াটার রিসোর্স অথরিটি এবং ড্যামস ম্যানেজমেন্ট অথরিটির বর্তমান ও সাবেক সাতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাদ করেছেন। বিপর্যয়ের পর বরখাস্ত করা হয়েছিল ডারনার মেয়র আবদুল মেনাম আল ঘাইতিকে।

বিজ্ঞাপন
তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কেউই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার মতো তথ্যপ্রমাণ দিতে পারেননি। ফলে প্রসিকিউটররা তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে পরে জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব করা হবে বলে জানিয়েছেন প্রধান প্রসিকিউটর।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status