ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

৭০ বছরে তৃতীয় বিয়ে করলেন হাল্ক

বিনোদন ডেস্ক

(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৬ অপরাহ্ন

mzamin

ঘটে গেলো একটি অভিনব ঘটনা। সত্তর বছর বয়সে ফের বিয়ে করলেন মার্কিন অভিনেতা ও রেসলার হাল্ক হোগান। কনে তার থেকে ২৫ বছরের ছোট  স্কাই ডেইলি।  সম্প্রতি ফ্লোরিডায় চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাল্ক-স্কাই। এ সময় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। দুজনেরই এটি তৃতীয় বিয়ে। বিয়ের কিছু ছবিও প্রকাশ হয়েছে তাদের। তাতে দেখা যায়, হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন। আর স্কাই ডেইলি পরেছেন সাদা রঙের গাউন। স্কাই ডেইলি পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক।

বিজ্ঞাপন
একটি পার্টিতে প্রথম পরিচয় হাল্ক-স্কাইয়ের। তারপর দেড় বছর লুকিয়ে প্রেম করেন তারা। চলতি বছরের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন হাল্ক-স্কাই। হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ডের রিং দিয়ে ফ্লোরিডার একটি রেস্তোরাঁয় স্কাইকে বিয়ের প্রস্তাব দেন। ডায়মন্ডের এই আংটির মূল্য ৫ লাখ মার্কিন ডলার।১৯৮৩ সালে লিন্ডা হোগানকে বিয়ে করেন হাল্ক হোগান। ২০০৯ সালে ভেঙে যায় এ সংসার। দীর্ঘ ২৬ বছরের সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। ২০১০ সালে জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাল্ক। ২০২১ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status