বিশ্বজমিন
নতুন দল গঠনের প্রয়োজনীয়তা দেখছেন পিএমএলএনের সিনিয়র নেতা
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সিনিয়র নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তার দল পিএমএলএনের নেতৃত্বে সদ্য বিদায়ী সরকার ক্ষমতায় ছিল। সেই সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিএমএলএনের প্রেসিডেন্ট শেহবাজ শরীফের নেতৃত্বে ক্ষমতায় থাকা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে অক্ষমতা প্রদর্শন করেছে। তাদের এই সক্ষমতা থাকা উচিত ছিল।
এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, আব্বাসি সোমবার স্থানীয় একটি টেলিভিশনে টকশোতে এমন মন্তব্য করেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির সরকার জনগণের দুর্ভোগ সমাধানে কোনো সিদ্ধান্ত নেয়নি। একই দশা হয়েছে পিডিএম সরকারের। তার দল পিএমএলএনও সমস্যা সমাধানে অর্থপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই তিনি বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন।
ইমরান খানের সরকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন তারা জানতে পেরেছে তাদের শাসনক্ষমতার জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কমর জাভেদ বাজওয়া হুমকি হয়ে উঠেছেন, তখনই তাদের পদত্যাগ করা উচিত ছিল। জেনারেল বাজওয়া অবসরে যাওয়ার পর পিডিএম আট থেকে নয় মাস সময় পেয়েছে।
তিনি ইমরান খানের আরও সমালোচনা করেন। বলেন, পিটিআই প্রধান ক্ষমতায় ছিলেন তিন বছর আট মাস। এ সময়ে তিনি কোনো কাজে একটা পয়সাও খরচ করেননি। পিডিএম নেতৃত্বাধীন সরকারের খাতাও এক্ষেত্রে শূন্য। তাদের যে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল তারা তা নেয়নি। তিনি মনে করেন, অবসরে যাওয়ার আগে সাবেক প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) সংশোধনী বাতিল করে যে অবস্থা করেছেন তাতে সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]