খেলা
বাস্তবতা বুঝতে পারছে বাংলাদেশ নারী ফুটবল দল
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
বাস্তবতা টের পাচ্ছে সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। হাংজু এশিয়ান গেমসে প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারের পর গতকাল বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৮ ধাপ এগিয়ে থাকা দেশটি জিতেছে ৬-১ গোলের ব্যবধানে। এ নিয়ে এশিয়ান গেমসের গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। হাংজু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভিন সান্ত্বনাসূচক গোল করেন। বড় ব্যবধানে ম্যাচটি হারলেও শিষ্যদের পারফরমেন্সে খুশি বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খেলার রেজাল্ট দিয়ে আমাদের পারফরম্যান্স জাস্টিফাই করা যাবে না। প্রথম গোলটা আমাদের বাজে ভুলের কারণে হয়েছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]