খেলা
বাস্তবতা বুঝতে পারছে বাংলাদেশ নারী ফুটবল দল
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারবাস্তবতা টের পাচ্ছে সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। হাংজু এশিয়ান গেমসে প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারের পর গতকাল বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৮ ধাপ এগিয়ে থাকা দেশটি জিতেছে ৬-১ গোলের ব্যবধানে। এ নিয়ে এশিয়ান গেমসের গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। হাংজু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভিন সান্ত্বনাসূচক গোল করেন। বড় ব্যবধানে ম্যাচটি হারলেও শিষ্যদের পারফরমেন্সে খুশি বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খেলার রেজাল্ট দিয়ে আমাদের পারফরম্যান্স জাস্টিফাই করা যাবে না। প্রথম গোলটা আমাদের বাজে ভুলের কারণে হয়েছে। বল ব্যাক-পাস করতে গিয়ে, অপনেন্ট বল ধরে গোল দিয়েছে। দ্বিতীয় গোলটাও লং বলে পেছন থেকে রান করে আদায় করেছে। বিরতির পর থেকে থেকে ২০ মিনিট মতো আমরা আমাদের সেরা স্পেলটা খেলেছি। হাই প্রেসিং ফুটবল খেলেছি আর ভিয়েতনাম লো-ডিফেন্ডিং করেছে আমরা তৃতীয় গোল কনসিড করার আগ পর্যন্ত। তারা থার্ড গোল করেছে কর্নার থেকে আর দুইটা গোল গোলকিপার রুপনা হাতে পেয়েও গোল খেয়েছে যেটা আশা করা যায় না। আপনারা জানেন তারাও বিশ্বকাপ খেলা দল। তবে তাদের সেরা খেলোয়াড় পুর্তগীজ লিগের সুযোগ পাওয়ায় আসেনি। অবশ্যই স্কোরলাইন নিয়ে খুশি না, তবে আমরা ডমিনেট করতে ও হাই প্রেসিং খেলতে পেরেছি যেটা নেপালও পারেনি এবং সেই জায়গাতে আমি খুশি।’ আগামী ২৫শে সেপ্টেম্বর গ্রুপে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।