বিনোদন
কোথায় সেই ঝিলিক
বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
‘মা’ সিরিয়ালের ঝিলিকের কথা নিশ্চয়ই মনে আছে! সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ভারতের ছোট পর্দার এ অভিনেত্রী। ঝিলিক নামেই দুই বাংলার দর্শকের কাছে পরিচিত সে। তবে তার আসল নাম তিথি বসু। ছোট তিথি এখন অনেক বড়। স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। তবে এখন আর তাকে সিরিয়াল বা সিনেমায় দেখা যায় না। তিথির সমসাময়িক একসঙ্গে যারা অভিনয় করতেন তারা সবাই মন দিয়েছেন অভিনয়ে। কেউ বড় পর্দায় জনপ্রিয়, আবার কেউ ছোট পর্দায়। তবে কেন পর্দায় আর দেখা যায় না তিথিকে? এমন প্রশ্ন দর্শকের মনে অনেক আগেই এসেছিল। এবার তিনি এ বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, আমি সিরিয়াল বা সিনেমায় কাজ না করলেও, কাজ চালিয়ে যাচ্ছি। নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি নিয়মিতভাবে। সিরিয়ালে অভিনয় করাও কিন্তু সেই ১০টা-৫টার চাকরি করার মতো। আমি বাঁধাধরা কাজ করতে ভালোবাসি না। এখন আমি নিজেই নিজের বস। মাঝে এতগুলো বছর কেন নিজেকে ছোট পর্দা থেকে দূরে সরিয়ে রাখলেন? তিথি বলেন, আমার আইসিএসসি পরীক্ষার ঠিক আগে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। সে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল আমার জন্য। তিনি আরও বলেন, ইংরেজি মাধ্যম পড়ার কারণে অনেক ব্যয় বহন করতে হতো আমাকে। বাবা ছেড়ে যাওয়ার পর তাই সিদ্ধান্ত নেই কষ্ট করে লেখাপড়াটা চালিয়ে যাওয়ার। এই মুহূর্তে নিজস্ব কনটেন্ট তৈরিতেই মন দিয়েছি।