বিনোদন
নতুন এক কেয়া
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারএকটা সময় একের পর এক সিনেমা উপহার দিয়েছেন সাবরিনা সুলতানা কেয়া। সে সময় শীর্ষ প্রায় সব নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে হয়েছেন আলোচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাজ কিছুটা কমিয়েছেন তিনি। নিজের সঙ্গে যায়, এমন কাজই কেবল করছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ ‘কথা দিলাম’ সিনেমায় দেখা মেলে কেয়ার। এবার নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়িকা। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত সিনেমা ‘কাঠগোলাপ’। পরিচালনা করেছেন সাজ্জাদ খান। মানবজীবন টিকে আছে ‘সম্পর্ক’ নামক অদৃশ্য মায়ার টানে। সম্পর্কের অদ্ভুত মায়াজালে বন্দি বিশ্বব্রহ্মাণ্ড। যখন এ জায়গাটায় টান পড়ে তখন তৈরি হয় নানান সংকট। সে সংকট হয়তো জীবনের গতিপথ বদলে দেয়। কিংবা সম্পর্কের চেনা রূপ অচেনা হয়ে যায়। সম্পর্কের এমনই সংকটের কথা তুলে ধরা হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমায়। ‘কাঠগোলাপ’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। ছবিটি প্রযোজনা করেছেন ফরমান আলী। ছবিতে কেয়া ছাড়াও অভিনয় করেছেন সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদ শামীম প্রমুখ। জানা গেছে, খুব শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে কেয়া বলেন, আমাদের সবার কষ্টের ফসল ‘কাঠগোলাপ’। বেশ সময় নিয়ে এর কাজ করেছি আমরা। খুব সুন্দর একটি গল্প। সম্পর্কের নানা দিক এখানে উঠে আসবে। সব মিলিয়ে বেশ ভিন্ন ও নতুন ধাঁচের একটি চরিত্রে এখানে দর্শকরা আমাকে পাবেন। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। এদিকে কেয়া অভিনীত আরও কমপক্ষে হাফ ডজন সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানালেন তিনি।