বিনোদন
রাজকীয় বিয়ে
বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে ঘুরেছেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে গত রোববার রাজকীয় এ বিয়ের আয়োজন করা হয়। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন অভিনেত্রী। উদয়পুরের বিলাসবহুল হোটেলে গায়ে হলুদ, সংগীত ও মেহেন্দি আয়োজন হয়। এতে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। সংগীতের অনুষ্ঠানে নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করা হয়।