ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

রহস্যময় জয়া

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
mzamin

বাংলাদেশ ও কলকাতায় সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। নিয়মিতভাবে টলিউডে অভিনয় করে চলেছেন এ অভিনেত্রী। ক’দিন আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে আসে জয়ার। প্রথম লুকেই বাজিমাত করেছিলেন জয়া। এবার প্রকাশ্যে এলো সিনেমার ট্রেলার। তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরের বুকে ঘটে যাচ্ছে একটার পর একটা খুন। আর সব খুনই একই ধরনের। এতকিছুর পরও সিরিয়াল কিলারকে ধরতে পারছে না কলকাতার পুলিশ। এই মামলার দায়ভার এসে পড়ে প্রবীর রায় চৌধুরীর ওপর। তার সঙ্গী হন ইন্সপেক্টর পোদ্দার। এরপর বইয়ের পাতার মতো একটার পর একটা ঘটনা প্রবাহ উঠে আসতে থাকে।  ট্রেলারে দেখা যায় ঘটনার ক্লু দেয় জয়া আহসান! কখনো সাক্ষী, কখনো পুলিশের প্রেমিকা আবার কখনো স্ত্রী হিসেবে নানারূপে হাজির হন জয়া। এখানে দেখা যায়, রহস্যময় একজন জয়া আহসানকে। একযুগ পর আবারো প্রবীর রায় চৌধুরী হয়ে সৃজিতের সিনেমায় ফিরলেন প্রসেনজিৎ। পোদ্দার হয়েছেন অনির্বাণ। আর অভিনেতা যিশু এসেছেন ঈশ্বরের আরেকটি রূপে। ১৯শে অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবি। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলার যেমন চমক দিলো তেমনই ফেরাবে নস্টালজিয়া। টান টান উত্তেজনার মধ্যে রহস্যের গন্ধ পাওয়া গেল ট্রেলার থেকে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status