ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

বাবর আজমরা ভারতীয় ভিসা এখনও হাতে পাননি, ক্ষুব্ধ পাকিস্তান আইসিসির দ্বারস্থ      

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪০ অপরাহ্ন

ভারতে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে পাঁচ অক্টোবর। বিশ্বকাপে যোগদানকারী অন্যসব দল ভারতে আসার ভিসা পেয়ে গেছে। নেদারল্যান্ডস দলটি তো আবহাওয়ার সঙ্গে সরগর হতে ভারতে পৌঁছেও গেছে। ভিসা পায়নি শুধু পাকিস্তান। বাবর  আজমদের বোর্ড অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসির কাছে। ভিসা বিলম্বিত হওয়ায় তাদের সফরসূচিরও বদল হতে পারে বলে জানিয়েছে তারা।  বাবর আজম, শাহীন শা আফ্রিদিদের পরিকল্পনা ছিল দুবাইয়ে দুদিন কাটিয়ে সরাসরি তারা  উড়ে যাবেন হায়দরাবাদ। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডসের বিরুদ্ধে এবং তিন অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা পাক দলের।  এরপর নেদারল্যান্ডসের সঙ্গে তাদের প্রথম ম্যাচ। বর্তমান অবস্থায় দুবাই যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে হতে পারে বাবর আজমদের। রাজনৈতিক কারণেই  পাকিস্তান দলটিকে ভিসা দিতে বিলম্ব হচ্ছে মনে করা হচ্ছে। পাক বোর্ড প্রচণ্ড ক্ষুব্ধ বিষয়টি নিয়ে। একে তো পাকিস্তানে এসে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেছিল ভারত। তা সত্ত্বেও পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে।  কিন্তু, ভিসার গণ্ডগোলের ফলে দলটির মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে বলে পাক বোর্ড অত্যন্ত ক্ষুব্ধ।                
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status