বিনোদন
রেজওয়ানের গল্প
মো. মুনিরুজ্জামান
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
শখের বসে থিয়েটারে যোগ দেয়া। সেখানেই অভিনয়ের হাতেখড়ি। ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা। এরপর অনেকের আশ্বাসে অভিনয়ের দিকে ঝোঁক। টুকিটাকি অভিনয় দিয়ে যাত্রা শুরু। এখন কাজ করছেন একের পর এক নাটক, ওয়েব সিরিজ, সিনেমায়। বলছি অভিনেতা মাসুম রেজওয়ানের কথা। তিনি কথা বলেছেন নিজের শোবিজ জগতের যাত্রা নিয়ে। অভিনয়ে আসা প্রসঙ্গে রেজওয়ান বলেন, অনার্সে পড়ার সময় থিয়েটারে জয়েন করি। এরপর মনে হয় অভিনয় সহজ কোনো বিষয় না। ঠিক তপস্যার মতো। ঢাকায় এসে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর কিছু মানুষের সঙ্গে পরিচয়। তাদের আশ্বাস আর সহযোগিতায় কাজ করা। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘আজ পুতুলের জন্মদিন’ নাটকের মাধ্যমেই যাত্রাটা শুরু। এই নাটকে সাফা কবিরের সঙ্গে কাজ করার সুযোগ পাই। তিনি আরও বলেন, আমার অভিনীত শেষ ওয়েব সিরিজ ছিল ‘মহানগর-২’। ‘দুই ভুবন’- নামের একটি ফিকশনেও কাজ করেছি। ‘সাড়ে তিন হাত ভূমি’ নামের সিনেমায় কাজ করছি। এই মাসেই বিঞ্জের একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। সামনের মাসে আরেকটি সিনেমার শুটিং শুরু করবো। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রেজওয়ান বলেন, আমি টার্গেট নিয়ে কাজ করি। এ বছর একটা কাজ করেছি, সামনের বছর আরও কয়েকটা ভালো কাজ করবো। এভাবেই চার বছর ধরে করে আসছি। নতুন কাজ, নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়া। ঠিক এভাবেই এগিয়ে যাওয়া। শুটিংয়ে ভিন্ন অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, একদিন একজন আর্টিস্ট আমাকে সেট থেকে বের করে দিয়েছিলেন। আজ আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। সেদিন এমনটা না ঘটলে আমার এত কাজ করার ক্ষুধা জাগতো না। এসব থেকেই আমি অনুপ্রেরণা পাই।