ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

বাংলাদেশের ইলিশ রপ্তানির সবুজসংকেতে কলকাতায় উল্লাস

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৩ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ বুধবার সরকারি ভাবে জানিয়ে দিয়েছে যে দুর্গাপুজোর আগে তারা ৩,৯৫০ টন ইলিশ রপ্তানি করবে ভারতে। কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন চেয়েছিলো ৫ হাজার টন ইলিশ। কিন্তু, ৩,৯৫০ টন অনুমোদিত হওয়ায় তারা নাকের বদলে নরুন পাওয়ার আনন্দে বিভোর। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর একটিই আশঙ্কা- গতবার প্রতিশ্রুত ইলিশের থেকে বেশ কিছুটা কম ইলিশ এসেছিল সরবরাহ ঠিক না থাকায়। এবার যেন তা না হয়। 

ফিশ ইমপোর্টাস অ্যাসোসিয়েশন এর কর্তা অতুল চন্দ্র দাস বললেন, আসলে পুজোর সময় বাঙালি পদ্মা কিংবা যমুনার মাছের স্বাদের জন্য আকুল হয়ে থাকে। প্রত্যাশা মতো মাছ না পেলে হতাশা আসে। তবে, ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর কাছে খবর, গতবার যারা প্রতিশ্রুতি মত মাছ পাঠাতে ব্যর্থ হয়েছেন তাদের ব্ল্যাকলিস্ট করে ৭৯টি প্রতিষ্ঠানকে ইলিশ এক্সপোর্ট এর লাইসেন্স দেওয়া হয়েছে। পুজোর মুখে এপার বাংলার ইলিশ অনেকটাই স্বাদহীন হয়ে যায়। পদ্মার ইলিশের স্বাদ সেইসময় অটুট থাকে, তাই পদ্মার ইলিশের চাহিদা পুজোর সময় তুঙ্গে ওঠ।

পাঠকের মতামত

এ দেশের মানুষ বাজারে গিয়ে ইলিশ দেখে উচচ মূল্যের জন্য কিনতে না পেরে খালি হাতে ফিরে আসে আর ভারতে কম দামে ইলিশ বিক্রী করে । এটা জনগণের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয় ।

zakiul Islam
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:২৪ অপরাহ্ন

আমাদেরকে অভুক্ত রেখে ভারতে ইলিশ মাছ পাঠানো হচ্ছে কেন?

Wasiul haque
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:২৪ অপরাহ্ন

উচ্চদামের কারণে আমরা ইলিশ খেতে পারি না আর এসময়ে দাদাদের ইলিশ খাওয়ার আনন্দ,প্রাণে সয় না। হায় স্বাধিনতা!

Wasiul haque
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:২২ অপরাহ্ন

ইলিশ মাছের নদীটাকেই ভারতের রপ্তানি করে দেওয়া হোক আর পাঙ্গাস কে বাংলাদেশের জাতীয় মাছ ঘোষণা করা হোক

Moktar
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

ভোটের অধিকার থাকলে সরকার নিজের দেশের মানুষের চাহিদা দিকে নজর দিতেন। কেবলমাত্র ভারতের অনুগ্রহের টিকে থাকা সরকার ভারতের স্বার্থ দেখবে এটাই তো স্বাভাবিক।

বাহার মিয়া
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:০৭ পূর্বাহ্ন

আমরা এপার বাংলার মানুষেরা দুহাত ভরে ওপার বাংলার ভাইদের জন্য যা চাই তাই পাঠায় কিন্তু ওপার বাংলার ভাইয়েরা আমাদের জন্য কিছুই করে না। এক তিস্তার পানির জন্য আমাদের কত হাহাকার। কিন্তু ওপার বাংলা তথা ভারত এব্যাপারে একেবারে উদাসীন।

Mohsin
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের ইলিশ বাংলাদেশীরা খেতে না পারলেও ভারতীয় দাদাদের ভোগের জন্য সবকিছুরই সুবন্দোবস্ত রাখা আছে।

Siddq
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৫৮ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status