কলকাতা কথকতা
১৪ কোটি টাকার সোনা পাচারের সময় আটক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০০ অপরাহ্ন

অস্ত্রের পর এবার সোনা। অভিনব উপায়ে বাংলাদেশে সোনা পাচারের সময় তা আটক করা হলো। তাল তাল সোনা, ওজন ২৩ কিলো। দাম ১৪ কোটি টাকা। মোটরবাইকের এয়ার ফিল্টারে করে এই সোনার খনি পাচারের সময় ধরা পড়ে বাগদা সীমান্তের রানাঘাটে। বিএসএফ-এর ৬৮ ব্যাটেলিয়নের কাছে আগেই খবর ছিল। লাল রঙের একটি গ্ল্যামার বাইকে করে এই সোনা পাচার করা হবে। সে অনুযায়ী অপেক্ষা করে ছিলেন বিএসএফ জওয়ানরা।
সীমান্তে লাল বাইকটি আসতেই তারা সেটি আটক করে পরীক্ষা শুরু করেন। ৫০টি সোনার বিস্কুট ও ১৬টি বার বেরিয়ে আসে এয়ার ফিল্টার থেকে।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ -এর ডিআইজি আমরিশ কুমার জানান, উদ্ধার হওয়া সোনার মূল্য ১৪ কোটি টাকা। রানাঘাট সীমান্ত হয়ে এই সোনা পৌঁছে যাওয়ার কথা ছিল রাজধানী ঢাকার হ্যান্ডেলারদের কাছে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]