বাংলারজমিন
কোনো অপচেষ্টা জনগণ মানবে না: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫০ অপরাহ্ন

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত অপচেষ্টা চালানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা দেশের জনগণ মানবে না, জনগণই সকল অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের সব ধরনের অধিকার নিশ্চিত করেছে।
মঙ্গলবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চাঁচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক মাস্টারের সভাপতিত্বে এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।