ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেছেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সাহসী যোদ্ধাদের ঠিকানা। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে যুবদল ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনের একদফা দাবিতে আগামী ২১শে সেপ্টেম্বর সিলেট বিভাগীয় রোডমার্চ সফলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল বিকালে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘ভোটের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনের একদফা দাবিতে’ আগামী ২১শে সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় রোডমার্চ পরবর্তী আলীয়া মাদ্রাসা ময়দানে সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. মহসিন মোল্লা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা বিভাগ) রেজাউল করিম পল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক। 

সভায় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ ছাড়াও জেলার আওতাধীন সকল উপজেলা-পৌর ইউনিট এবং মহানগর আওতাধীন সকল ওয়ার্ড যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জুনেদ আহমদ, ফকরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, জি এম বাপ্পি, রায়হান আহমদ, উসমান গনি, মতিউর রহমান আফজাল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, এহতেশামুল হক সবুজ, জয়নুল ইসলাম জনি, এস এম পলাশ ও ইসহাক আহমদ প্রমুখ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status