বাংলারজমিন
ছেলের মুক্তির দাবিতে পোস্টার সাঁটালেন মা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান শেখ শোভনের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় সাঁটালেন শোভনের মা।
জানা গেছে, গত ৮ই সেপ্টেম্বর যুবদলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনায় ১০ই সেপ্টেম্বর বিস্ফোরক আইনে সদর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইমরান শেখ শোভনসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় শোভন ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুমন খান গ্রেপ্তার হয়ে জেলা হাজতে রয়েছেন বলে জানা গেছে।
ইমরান শেখ শোভন সদর উপজেলার সদর ইউনিয়নের মো. ইলিয়াস হোসেন শেখ ও মিনারা পারভীন দম্পতির একমাত্র ছেলে। সুমন খান একই এলাকার শামসুল খানের ছেলে। এ বিষয়ে ইমরান শেখ শোভনের মা মিনারা পারভীন জানান, আমার ছেলে মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে। আমি মা, আমার একটাই ছেলে, কতো খারাপ লাগে আপনারা বোঝেন? আমার খারাপ লাগা থেকেই ছেলের নিঃশ্বর্ত মুক্তি চেয়ে নিজেই পোস্টার লাগিয়েছি।
পাঠকের মতামত
This is mother by maxim Gorky