বাংলারজমিন
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারবরগুনার পাথরঘাটায় দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ৩ তরুণ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়হানপুর ৭নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির সামনে লেমুয়া-কাকচিড়া সড়কে মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, চালক সাকিব (১৬), রাকিব (২০) ও তানভীর (১৬)।
জানা গেছে, উপজেলার কাকচিড়া থেকে খাসতবক এলাকায় ৩ তরুণ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মধ্যেপথে সড়কে রাখা একটি দাঁড়ানো ট্রাকের সঙ্গে? ধাক্কা লেগে ঘটনাস্থলে ৩ জনই ছিটকে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এ সময় উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।