বিনোদন
‘ডোডোর গল্প’র জন্য পরীর দীর্ঘ প্রস্তুতি
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
চিত্রনায়ক শরিফুল ও পরীমনির বিয়ের পর তাদের ঘরে আসে সন্তান রাজ্য। এর মাঝে কেটে যায় অনেকটা সময়। দীর্ঘ বিরতির পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। সিনেমার নাম ‘ডোডোর গল্প’। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি ভাঙলেন পরীমনি। রোববার দিবাগত রাতে ফেসবুক পোস্টে পরীমনি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান। সিনেমাটির চুক্তি স্বাক্ষরের একাধিক ছবিও পোস্ট করনে তিনি। ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমায় সরকারি অনুদান দেয়া হয়েছিল। তার একটি হচ্ছে ‘ডোডোর গল্প’। নাজমুল হক ভূঁইয়া প্রযোজিত ও পরিচালক রেজা ঘটক পরিচালিত সিনেমাটি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে।
বিজ্ঞাপন