ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

‘ডোডোর গল্প’র জন্য পরীর দীর্ঘ প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

চিত্রনায়ক শরিফুল ও পরীমনির বিয়ের পর তাদের ঘরে আসে সন্তান রাজ্য। এর মাঝে কেটে যায় অনেকটা সময়। দীর্ঘ বিরতির পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। সিনেমার নাম ‘ডোডোর গল্প’। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি ভাঙলেন পরীমনি। রোববার দিবাগত রাতে ফেসবুক পোস্টে পরীমনি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান। সিনেমাটির চুক্তি স্বাক্ষরের একাধিক ছবিও পোস্ট করনে তিনি। ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমায় সরকারি অনুদান দেয়া হয়েছিল। তার একটি হচ্ছে ‘ডোডোর গল্প’। নাজমুল হক ভূঁইয়া প্রযোজিত ও পরিচালক রেজা ঘটক পরিচালিত সিনেমাটি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে।

বিজ্ঞাপন
এ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি। নতুন সিনেমা প্রসঙ্গে নায়িকা বলেন, অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দু’টি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। তিনি আরও বলেন, অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ অনেক গল্পের মধ্যে এটি অনেক ভেবে চিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। এতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় ২০ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে দৃশ্য ধারণ হবে। আগামী ৫ই অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status