বাংলারজমিন
কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানে কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, মুসলিমা বেগম, নারী নেত্রী মুন্না রায়, সিনিয়র সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েক আহমেদ, সদস্য আবুল কালাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আজহার মাহমুদ অপু।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত পৌর নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মেলায় পৌরসভার সেবা কার্যক্রমের সার্বিক উন্নয়ন চিত্রগুলো ঘুরে দেখেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]