কলকাতা কথকতা
ভারতের হার
বিশ্বকাপে বাংলাদেশ দল সম্পর্কে আগ্রহ বাড়ছে কলকাতার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

যে দলটিকে খানিকটা দুধভাত বলে কলকাতার ক্রিকেট ফ্যানরা একটু অবজ্ঞা করেছিল, এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৬ রানে জয়ের পর সেই বাংলাদেশ দল সম্পর্কে কলকাতার আগ্রহ বেড়েছে। শনিবার সন্ধ্যায় ইডেন উদ্যানে গিয়ে এই বিষয়টি মালুম হল। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার ২৮ মিনিটের মধ্যে শেষ হয়ে গেলেও অফলাইন যে কটি টিকিট ছিল তাও বিক্রি হয়ে গেছে। সি এ বির সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায় এর দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় জানালেন শনিবার সকাল থেকেই এই ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিটের অনুরোধ তিনি পেতে আরম্ভ করেছেন।
৩১ অক্টোবর মঙ্গলবারের আগে বাংলাদেশের আর একটি ম্যাচ আছে ইডেনে ২৮ অক্টোবর শনিবার নেদারল্যান্ডস এর বিরুদ্ধে। অনলাইনে যে কটি ম্যাচের টিকিট হাউসফুল হয়নি তার মধ্যে এই ম্যাচটি উল্লেখযোগ্য ছিল। কিন্তু শনিবার সকাল থেকেই এই ম্যাচেরও অনলাইন টিকিট ভালোই বিক্রি হচ্ছে বলে এক সি এ বি কর্তা জানালেন। অনলাইনে বাংলাদেশ- নেদারল্যান্ডস এর টিকিট এখনও মিলছে। কদিন বাদে আর মিলবে কিনা হলফ করে বলতে পারছেন না সি এ বি কর্তা। এমনিতেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাসরা কলকাতায় জনপ্রিয়। সেই তালিকায় শুক্রবার শ্রীলংকায় ভারতকে হারানোর পর নাম উঠেছে তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসান এর।
পাঠকের মতামত
অতো তেলতেলে রিপোর্ট লিখেন তাহলে বাংলাদেশকে পচা শামুকের সাথে তুলনা করেন কেন? এন্ড্রোমিডার কসম, এখন থেকে ভারতকে হারানোই বাংলাদেশের লক্ষ্য। মনে রাখবেন, অতি দর্পে লঙ্কা হত।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]