কলকাতা কথকতা
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে নাসার ৩৩ পাতার রিপোর্টে কী আছে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

মেক্সিকো কংগ্রেসে মানবদেহের সঙ্গে সাদৃশ্যযুক্ত দুটি হাজার বছরের পুরনো অতিকায় জীবাশ্ম পেশ হওয়ার পর এবং তা ভিন্নগ্রহের প্রাণি কি-না সেই বিতর্কের মাঝেই আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ৩৩ পাতার রিপোর্ট পেশ করে। তারা জানালো, মহাকাশে অন্য গ্রহে প্রাণ আছে কিনা তা প্রমাণ করার জন্য আরও বেশি পরীক্ষার প্রয়োজন আছে। উন্নত টেকনোলজির সাহায্য নেয়া যেতে পারে এই ব্যাপারে। কেবলমাত্র এই বিষয়ে গবেষণার জন্য স্যাটেলাইট পাঠানোর প্রয়োজনীয়তা আছে। নাসা জানিয়েছে অন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল আছে। এবার এই কৌতূহল নিরসনের সময় হয়েছে। নাসা জানিয়েছে যে, ভিনগ্রহে প্রাণ আছে নিশ্চিতভাবে তারা তা বলতে চায় না আবার প্রাণ নেই সেই কথাও তারা বলছে না। কিন্তু, যেটা নিশ্চিতভাবেই বলছে তা হলো এই বিষয়ে আরও গবেষণার দরকার আছে। গত একবছর ধরে নাসা এই ভিনগ্রহের প্রাণি সম্পর্কে অনুসন্ধানটি চালাচ্ছিল। এজন্য তাদের ব্যায় হয়েছে প্রায় একশ কোটি ডলার। এই অনুসন্ধানে ১৬জন বিজ্ঞানী নিযুক্ত ছিলেন। অনুসন্ধানটির ডিরেক্টর বিল নিলসন জানান যে, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু তা এত বৃহৎ পর্যবেক্ষণ দাবি করে যে, যেটা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এই ব্যাপারে প্রয়োগ করা যেতে পারে বলে তিনি জানান। এছাড়াও নাসা আন-আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস বা ইউএফওর বদলে আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা বা ইউএপি নামটি ব্যবহারের সুপারিশ করেছে। নাসা তাদের ৩৩ পাতার রিপোর্টে জানিয়েছে এই বিষয়ে তাদের গবেষণা চলবে।