খেলা
ঢাবিতে ভর্তি হলেন জিকো-মোরসালিন
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন জাতীয় দলের দুই ফুটবলার আনিসুর রহমান জিকো এবং শেখ মোরসালিন। আজ সকালে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেন তারা।
গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, প্রাচ্যের অক্সফোর্ডে আবারও খেলোয়াড়ি কোটায় মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ করে দেয়া হবে। সেই সুযোগটাই কাজে লাগালেন জিকো ও মোরসালিন। জানা গেছে, বসুন্ধরা কিংসের দুই ফুটবলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগকে ‘বিষয় নির্বাচন’-এর তালিকায় শীর্ষে রেখেছেন। অর্থাৎ, এই বিভাগেই ভর্তি হচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে আজ ভর্তি পূর্ববর্তী ভাইভায় অংশ নেন জিকো ও মোরসালিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য শিক্ষার্থীদের মতোই খেলোয়াড় কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। ফলে ক্লাসে উপস্থিতি মূল্যায়ন, পরীক্ষায় অংশগ্রহণে অভিন্ন নিয়মে চলতে হবে খেলোয়াড়দের। শোনা যাচ্ছে, জাতীয় দলের খেলা চলাকালে শিথিল হতে পারে সেই নিয়ম।
জানা গেছে, ভর্তির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা দুর্বার সজিবের পরামর্শ নেন জাতীয় দলের তরুণ ফুটবলার শেখ মোরসালিন। দৈনিক মানবজমিনকে সজিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলোয়াড়দের পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তির সুযোগ প্রদান করলে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার (মাহমুদুল হাসান) কিরণ (মোরসালিনের সতীর্থ ও বন্ধু) আমার সঙ্গে যোগাযোগ করে। সে আমার এলাকার ছোট ভাই। মোরসালিনের ভর্তি প্রসঙ্গে পরামর্শ চায় ও। আমি তাকে ইসলামের ইতিহাসে ভর্তি হওয়ার কথা বলি।’ সজিব জানান, ইসলামের ইতিহাস বিভাগে খেলোয়াড়দের বেশ ছাড় দিয়ে থাকেন শিক্ষকগণ। সেক্ষেত্রে পড়ালেখার সঙ্গে জাতীয় দলের কিংবা ক্লাব ফুটবল চালিয়ে যেতে কোনো অসুবিধায় পড়বেন না আনিসুর রহমান জিকো কিংবা শেখ মোরসালিনরা।
২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গোলকিপার আনিসুর রহমান জিকোর। এরপর নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সে বাংলাদেশের নিয়মিত কিপার বনে গেছেন তিনি। শেষ সাফ চ্যাম্পিয়শিপে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকও। এদিকে চলতি বছর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেকের পর সাফে ২ গোল করে আলোচনায় আসেন মোরসালিন। গোল পেয়েছিলেন গত ৭ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলে ৩ গোল মোরসালিনের। বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসিতে জিপিএ-৪.৪৪ পাওয়া এই তরুণ ফুটবলার এইচএসসিতে পান জিপিএ-৫।