কলকাতা কথকতা
কলকাতা হাইকোর্ট এর রায়
অ্যাসিড আক্রান্ত যে কেউ রাজ্যের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
ভারতে মেয়েদের উপর অ্যাসিড ছুঁড়ে মারাটা কার্যত ফ্যাশন এ পরিণত হয়েছে। প্রতিদিন কেউ না কেউ অ্যাসিড আক্রমণের শিকার হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর বি তাঁর চাঞ্চল্যকর একটি রায়ে জানিয়েছেন অ্যাসিড আক্রান্ত যে কোনও মেয়েকে রাজ্য কেন্দ্রীয় আইন অনুযায়ী সাড়ে দশ লক্ষ রুপি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
২০২১ সালে এক অ্যাসিড আক্রান্তকে তিন লক্ষ রুপি ক্ষতিপূরণ দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তাদের দায়িত্ব ঝেড়ে ফেলেছিলো। বিচারপতি শেখর বি তাঁর রায়ে লিখেছেন- ভাবতে অবাক লাগে যে এই রাজ্যের মাটিতে বড় হয়েছেন সরোজিনী নাইডু, বেগম রোকেয়ার মত নারীরা। একজন অ্যাসিড আক্রান্তকে তিন লক্ষ রুপি ক্ষতিপূরণ দিলেই কি তার ক্ষতির পূরণ হয়? সাড়ে দশ লক্ষ রুপি দিলেও হয় না। পরিবারটি হয়ত সাড়ে দশ লক্ষ রূপিতে বাঁচতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে যখন এই কিশোরীর ওপর অ্যাসিড হানা হয় তখন সে নাবালিকা ছিল। রাজ্যের দেওয়া তিন লক্ষ টাকা প্রত্যাখ্যান করে সে হাইকোর্টের দ্বারস্থ হয়।