বিশ্বজমিন
‘যুক্তরাষ্ট্রের রাজনীতি পচে গেছে’, ট্রাম্পের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে পুতিন
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এসব মামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্রে দুর্নীতি কত গভীর। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে চলমান ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরাম’-এ যোগ দিয়ে এসব কথা বলেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে আমার মতামত হচ্ছে, এটি একটি ভাল বিষয়। কারণ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি যে পচে গেছে তা প্রকাশ্যে চলে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে যা হচ্ছে তা হলো, পুরোপুরি রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপরে নিপীড়ন। আর এটা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের মানুষের সামনে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আমরা শুনেছি যে- ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেন সংকট সহ কয়েক দিনের মধ্যে চলমান বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করবেন। তিনি যদি এটি করতে পারেন তাহলে সেটা খুবই ভাল।
তবে পুতিন জানান যে, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কের যে বর্তমান অবস্থা, তাতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই আসুক না কেনো রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেনো ভবিষ্যতে কী হবে তা আমাদের পক্ষে বলা কঠিন। তবে সবকিছু রাতারাতি বদলে যাবে এমনটা আশা করা যায়না।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ১৫ এমপির চিঠি/ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]