বিশ্বজমিন
আগামী সরকার গঠন করবে পিপিপি: বিলাওয়াল
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

আগামী সরকার গঠন করবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। জোর দিয়ে এমন কথা বলেছেন দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বলেছেন, তারা যে আগামী সরকার গঠন করবেন এ বিষয়ে তাদের কাছে তথ্যপ্রমাণ আছে। সোমবার শুক্কুরে জিন্নাহ স্টেডিয়ামে তিনি বক্তব্য রাখছিলেন। এতে বিলাওয়াল বলেন, দেয়ালে লেখা হয়ে গেছে যে, আগামী সরকার হবে পিপিপির। আসন্ন জাতীয় নির্বাচন এবং একে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচন অপরিহার্য। নির্বাচন হবে। ১০০ দিন বা ১২০ দিন নয়, ৯০ দিনের মধ্যেই হতে হবে নির্বাচন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, পিপিপি কিছুই করেনি বলে যে অভিযোগ আছে তার জবাব দেন বিলাওয়াল। তিনি সিন্ধুতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস সম্পর্কে বলেন, এই হাসপাতালের সঙ্গে তুলনা করার মতো একটি হাসপাতালও নেই ইসলামাবাদে। কেউ যদি বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য না রাখেন, তাহলে তারা সিন্ধু সরকারের এই হাসপাতালে যেতে পারেন। বিনামূল্যে সেবা নিতে পারেন।