কলকাতা কথকতা
ভারত রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বৃদ্ধি করায় বাংলাদেশের বাজারে ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

কিছুদিন আগেও ভারত থেকে যে পেঁয়াজ রপ্তানি হতো তার ৩৭ শতাংশই যেত বাংলাদেশে। ভারত পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়ানোর পর বিপজ্জনকভাবে দাম বাড়ছে। কিছুদিনের মধ্যে গৃহস্থকে যদি এককেজি পেঁয়াজের জন্য একশ টাকাও গুনতে হয় তাহলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। কিছুদিন আগেও এক কেজি পেঁয়াজের মূল্য যেখানে ছিল ৩১- ৩২ টাকা, তা এখন দাঁড়িয়েছে ৫১ - ৫২ টাকা।
পাবনা, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর যেসব জায়গায় পেঁয়াজের আড়ৎ ছিল সেগুলোও সরবরাহতে হাত তুলে নিচ্ছে। ফলে বাংলাদেশের খুচরা বাজারে পেঁয়াজের আকাল দেখা যাচ্ছে। পেঁয়াজের ঝাঁঝে বিপন্ন দেশটির বাজার। পাইকারি বাজারের বিক্রেতাদের দাম বাড়ানো ছাড়া কোনও উপায় থাকছে না। পাইকারি বাজারের প্রতিফলন ঘটছে খুচরা বাজারে। ইতিমধ্যেই বাংলাদেশের হোটেল-রেঁস্তোরায় পেঁয়াজ দেয়া বন্ধ হয়ে গেছে। কলকাতার বিশিষ্ট পেঁয়াজ রপ্তানিকারক পূর্ণেশ ঘোষ জানাচ্ছেন, তাদের পেঁয়াজের বেশিরভাগ ক্রেতা ছিল বাংলাদেশের। ৪০ শতাংশ শুল্ক বাড়ায় বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীদের লাভের গুড় পিঁপড়ায় খাচ্ছে। এত বেশি শুল্কের বোঝা নিয়ে তারাও রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন বলে তিনি জানালেন।