কলকাতা কথকতা
ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন
ঠিক যেভাবে পুজো কার্নিভাল হয়, সেভাবেই ইসরোর চন্দ্রজয়ী বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এই মর্মে আমন্ত্রণলিপি গেছে বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরে। তবে, বিজ্ঞানীরা সময় দিতে পারবেন কিনা এবং কবে সময় দেবেন- সবটাই নির্ভর করছে তাঁদের ব্যস্ত সিডিউলের ওপর। তবে, মমতা এবার কেবলমাত্র চন্দ্র অভিযানে যে বাঙালিরা ছিলেন, তাঁদের নয় সংবর্ধনা দিতে চান সবাইকে। এর আগে তিনি কেবলমাত্র বাঙালি বিজ্ঞানীদের নিজের হাতে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন। রেড রোডে বিজ্ঞানীদের খোলা ঘোড়ার গাড়িতে করে প্রদক্ষিণ করানোর পরিকল্পনাও নবান্ন করেছে। কিন্তু, তা ফলপ্রসূ হবে ইসরোর এই আমন্ত্রণ গ্রহণ করার মধ্যে। চন্দ্র অভিযানের পর ইসরোর বিজ্ঞানীরা এখন ব্যস্ত সূর্য অভিযান নিয়ে। তাই, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, ইসরোর বিজ্ঞানীরা যে কাজ করেছেন, তাতে নাগরিক সংবর্ধনা তাঁদের প্রাপ্য।