ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

রাজ্যে কিংবা দেশে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে নেই মমতা বন্দোপাধ্যায়

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ মাস আগে) ২৬ আগস্ট ২০২৩, শনিবার, ৬:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন

mzamin

ইন্ডিয়া টুডে সংবাদপত্র গোষ্ঠী ও সি ভোটার ভারতজুড়ে এবং পশ্চিমবঙ্গে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে না গোটা দেশে, না পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। এই সমীক্ষা ইন্ডিয়া জোটকেও যে আঘাত করবে তা বলাই বাহুল্য। কারণ, ইন্ডিয়া জোটের অনেক শরিকই রাহুল গান্ধীর পর মমতা বন্দোপাধ্যায়কে সম্ভাব্য প্রধানমন্ত্রীর মুখ মনে করছেন। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায় দেশের যে মুখ্যমন্ত্রী সেরা বলে বিবেচিত হয়েছেন তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ৪০ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন দিল্লির আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ১৯.৯ শতাংশ ভোট পেয়েছেন। 

তৃতীয় স্থান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তিনি ভোট পেয়েছেন ৮.৮ শতাংশ। তামিলনাড়ুর ডিএমকে মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৫.৬ শতাংশ ভোট নিয়ে চতুর্থ ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক তিন শতাংশ ভোট নিয়ে পঞ্চম স্থানে আছেন।

বিজ্ঞাপন
এবার দেখা যাক নিজের রাজ্য পশ্চিমবঙ্গে মমতার অবস্থান কোথায়। পশ্চিমবঙ্গের ৬.৩ শতাংশ মানুষ নবীন পটনায়েককে সেরা মুখ্যমন্ত্রী বলেছেন। জানিয়েছেন, ওড়িশাকে নবীন এক নতুন পরিচয় দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাদের দ্বিতীয় পছন্দ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ চন্দ্র বাঘেল। তারপর তৃতীয় স্থানে আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এমনকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম পছন্দের তালিকায় থাকলেও প্রথম পাঁচ সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় মমতা বন্দোপাধ্যায়কে রাখেনি পশ্চিমবঙ্গের মানুষই। ইন্ডিয়া টুডে ও সি ভোটারের এই সমীক্ষা স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট, ২০২৩ এর পর করা।   

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status