ঢাকা, ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

রাসূল (সা.)’র অবমাননা

বিক্ষোভে উত্তাল সিলেট নগরী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ জুন ২০২২, শনিবারmzamin

মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে  উত্তাল সিলেট নগরী। বাদজুমা নগরীর প্রায় প্রতিটি মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিলের গন্তব্য ছিল নগরীর কোর্ট পয়েন্ট। সেখানে ইমাম সমিতির ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে। এ সময় বক্তারা জানিয়েছেন- বিজেপি নেত্রীর এমন জঘন্য মন্তব্য ভারত সরকারের সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি। এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করেন বক্তারা। সংসদেও এ ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবি জানানো হয়।

 সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, বন্দরবাজার  কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোস্তাক আহমদ খান, রাজনীতিবিদ হযরত মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়তের উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি হযরত মাওলানা আতাউল হক কোম্পানীগঞ্জ, হযরত মাওলানা নূর আহমদ ক্বাসেমী, মাওলানা আশরাফ উদ্দিন, হযরত মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ। সমাবেশের পর নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে- বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। শুক্রবার বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

 সংগঠনের সিলেট মহানগর সভাপতি আলহাজ নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শুক্রবার বাদজুমা নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের  যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আলীনুর, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহ্‌বাগী প্রমুখ।

এদিকে- তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাদজুমা সিলেটের কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসূল (সা:)কে নিয়ে কটূক্তি করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি  মাওলানা আশফার রহমানী, সিলেট গণদাবির নেতা মহিবুর রহমান খালেদ, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা তুফায়েল আহমদ, তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেটের সাাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিক উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সহ সাংগঠনিক ইব্রাহিম আহমদ মনির, অর্থ সম্পাদক আলীমান আখন্দ, সহ অর্থ সম্পাদক আঙ্গুর মিয়া, প্রচার সম্পাদক সুজন আহমদ রনি মিয়া প্রমুখ।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status