শেষের পাতা
‘আওয়ামী লিগ’ নামে ইসিতে নতুন রাজনৈতিক দলের আবেদন
স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার‘আওয়ামী লিগ’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন এক ব্যক্তি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। গত সোমবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উজ্জল রায় নামের এক ব্যক্তি ইসিতে এ আবেদন করেন। আবেদনে ওই ব্যক্তি দলের সভাপতি হিসেবে সই করেছেন। নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জল রায় উল্লেখ করেছেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ২৪শে মার্চ, এই কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২০শে এপ্রিল। এ বিষয়ে উজ্জল রায় গণমাধ্যমকে বলেছেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধনের জন্য আবেদন করেছি। তিনি বলেন, সারা দেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার-তা আমার নেই। এজন্য আমি একাই কাজ করবো। এ বিষয়ে ইসি’র অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি আছে, তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত যদি পূরণ করে-তাহলে তাকে নিবন্ধন দিয়ে থাকি। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারবো না। নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য ২০শে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বলে জানান তিনি।
রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে ইসিতে চিঠি: এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ ও মহাসচিব হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম নথিবদ্ধ করার আবেদন জানানো হয়েছে। কাজী মামুন তার আবেদনে লিখেছেন, ২০২৪ সালের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেয়া নিয়ে জাতীয় পার্টির মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই সব প্রেক্ষাপটে জাতীয় পার্টি যখন বিলুপ্ত প্রায়-তখন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী বেগম রওশন এরশাদ-জাতীয় পার্টির বর্ধিত সভা আহ্বান করেন। ২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে সাংগঠনিক নিয়মে অব্যাহতি দেয়া হয়। পরে কাউন্সিল করে বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে কার্যনির্বাহী চেয়ারম্যান এবং কাজী মো. মামুনুর রশীদ মহাসচিব নির্বাচিত হন বলে আবেদনে বলা হয়েছে। এ আবেদনের বিষয়ে ইসি’র অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আইনগতভাবে এ আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে-গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়।
এনসিপি’র নাম নিয়ে আপত্তি বিসিপি’র: জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্তরূপ এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। বিসিপি মহাসচিব তার আবেদনে বলেছেন, গত ২৮শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সমপ্রতি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’র সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে। সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি’র সংক্ষিপ্ত নাম হওয়া উচিত জেএনপি, কিন্তু দেয়া হয়েছে এনসিপি-যেটি সঠিক নয়। কারণ নাম যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না। এ বিষয়ে ইসি’র অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আমরা আইন এবং বিধি মোতাবেক পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারবো।