ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সকলে মিলে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করবো

স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৫, রবিবারmzamin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাকে ঈদ মোবারক জানিয়ে তাদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-র আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের ক্রান্তিকালে আপনাদের ভূমিকা জাতি সম্মানের সঙ্গে স্মরণ করছে এবং করবে ইনশাআল্লাহ্‌। আমরা সকলে মিলে আগামীর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করবোই, ইনশাআল্লাহ্‌। রমজানের শিক্ষা নিয়ে তওবায় শুদ্ধ হয়ে সকলে মিলে গঠন করবো নতুন বাংলাদেশ। গতকাল এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে রেজাউল করীম বলেন, একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাহেন্দ্রক্ষণে আমরা হাজির রয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদ্‌যাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহ্‌র ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেতনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। 

চরমোনাই পীর বলেন, ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেনো কোনোভাবেই শরীয়াহ সীমা লঙ্ঘন না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান করবো। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্‌ আপনার স্বজনকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। এবং সবরের জন্য আপনারাও মর্যাদাবান হবেন। আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং স্বৈরাচারবিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে সাংবাদিক, দেশের সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত পেশাজীবী এবং ছোট-বড় সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান চরমোনাই পীর।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status