শেষের পাতা
ডেইলি পাকিস্তানের রিপোর্ট
রাজনৈতিক সংলাপ করতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান
মানবজমিন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, রবিবারকমপক্ষে এক দশক পরে প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। এ মাসেই এই সংলাপ হওয়ার কথা। দীর্ঘ সময় পর ভবিষ্যত রাজনৈতিক কৌশল নির্ধারণের জন্য উভয়পক্ষই প্রস্তুত। সর্বশেষ এমন আলোচনা হয়েছিল ২০১২ সালে। অনলাইন ডেইলি পাকিস্তানে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়, দুই দেশই তাদের মধ্যে সম্পর্ক সমৃদ্ধ করার চেষ্টা করছে। তার অংশ হিসেবে এই আলোচনা। একইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করার দিকে লক্ষ্য রয়েছে। গুরুত্বপূর্ণ এই সেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। আলোচনায় আসতে পারে দুই দেশের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করার প্রস্তাবগুলো, যৌথ মন্ত্রণালয় বিষয়ক কমিশন পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে সমন্বয়কে উন্নত করার একটি প্ল্যাটফরমের দিকেও দৃষ্টি থাকবে আলোচনায়। এপ্রিলের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরের শিডিউল আছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। বাণিজ্য, কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে তার এই সফর।এর মধ্যদিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতায় বড় অবদান রাখবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগের ইতি ঘটার পর এই দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা সংযোজন করেছে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন হাসিনা। ভারতের প্রভাবকে খর্ব করে নিজেদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তারা পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়। এর মধ্যে আছে সামরিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি। ওদিকে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক চাইছে বাংলাদেশ।