শিক্ষাঙ্গন
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৩, রবিবার, ৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ১৭ই আগস্ট থেকে এ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিলো। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ২৭শে আগস্ট থেকে এ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে। এ পরিস্থিতিতে ১৭ই আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত স্থগিত হওয়া চারটি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এইচএসসির স্থগিত চারটি পরীক্ষার সূচি প্রকাশ করে। এতে দেখা যায়, ১৭ই আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭শে সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০শে আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা আগামী ১লা অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ২২শে আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) আগামী ৩রা অক্টোবর সকালে এবং ২৪শে আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা (১০৮) আগামী ৫ই অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
আর ৮ই অক্টোবর থেকে ১৬ই অক্টোবরের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে বোর্ড। ১৭ই অক্টোবরের মধ্যে ব্যবহারিকের খাতা ও অন্যান্য কাগজপত্র বোর্ডের জমা দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধিকে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, এ চার বিষয় ও আইসিটি ছাড়া অন্যান্য বিষয়ে পরীক্ষা আগের সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। আইসিটি পরীক্ষা পরিবর্তিত মানবণ্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে।