ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

‘বাংলাদেশের অভ্যন্তরীণ পটপরিবর্তন নিয়ে মন্তব্য নেই ভারতের’

মানবজমিন ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, রবিবার

বাংলাদেশে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনায় সেনাবাহিনীর হস্তক্ষেপের জল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তৃতীয় পক্ষ- সেনাবাহিনীর হস্তক্ষেপ বিষয়ক জল্পনায় যেতে চাই না। অবশ্যই এসব জল্পনা। ব্রিফিংয়ে দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য তাকে বলেন, শুক্রবার ঢাকায় বিএনপি’র বিশাল র‌্যালি হয়েছে। আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি বলতে চাই, এই চাপ এবং আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে এই সংঘাতময় রাজনীতির ফলে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারে। এর মধ্যে আছে সেনাবাহিনীও। একটি সংবাদপত্রে কয়েক দিন ধরে এ বিষয়ে কলাম প্রকাশিত হয়েছে। তাই আমি আসলে জানতে চাই, বাংলাদেশের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে ভারত আসলে কি ভাবছে? জবাবে অরিন্দম বাগচি বলেন, মনে হয় গত সপ্তাহেই অথবা তার আগের সপ্তাহেও এ বিষয়ে কথা বলেছি। বাংলাদেশের অভ্যন্তরীণ পটপরিবর্তন নিয়ে আসলেই আমার বিশেষ কোনো মন্তব্য নেই।

বিজ্ঞাপন
তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সংবিধানে একটি অবস্থান আছে। এ নিয়ে আমরা আসলে কোনো মন্তব্য করবো না। এ বিষয়টিতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু নেই আমার কাছে। তৃতীয় পক্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপের জল্পনায়ও আমি যেতে চাই না। অবশ্যই এসব জল্পনা। আমরা আশা করবো নির্বাচন হবে শিডিউল অনুযায়ী, শান্তিপূর্ণ।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status