ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

লাকসামে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সভাপতি কারাগারে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
৬ আগস্ট ২০২৩, রবিবার

লাকসাম-নাঙ্গলকোট রোডে মদিনাতুল উলূম জামিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি একাধিক ছাত্রের সঙ্গে বলাৎকারের ঘটনায় মাওলানা শরীফুর রহমান খন্দকার এখন জেলহাজতে। গতকাল এলাকাবাসী মাদ্রাসার সামনে ও বাজারে শরীফ হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদ্রাসা বন্ধ করার জন্য বিক্ষোভ করে। 

সরজমিন ঘুরে জানা যায়, মাওলানা শরীফুর রহমান নিজ জায়গায় মাদ্রাসাটি স্থাপন করেন এবং তিনিই প্রতিষ্ঠানের সভাপতি। কওমি মাদ্রাসাটিতে প্রায় ৩০০ ছাত্র রয়েছে। এরমধ্যে হিফ্জ বিভাগে ৫০ জন আবাসিক ছাত্র, নূরানী বিভাগে ২৫০ জন ছাত্র। মাদ্রাসার মধ্যে সভাপতির জন্য আলাদা একটি বেডরুম রয়েছে। মাদ্রাসার স্বাস্থ্যবান ও সুন্দর ছেলেদেরকে পছন্দ করলে ওই রুমে ডেকে নিয়ে যেতেন। মাদ্রাসার ছাত্রদেরকে হুজুর নাতি বলে ডাকতেন বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান। গত ২২শে জুলাই হেফ্জ বিভাগের ছাত্র ফয়জুল্লাহকে (১৪) শরীফ হুজুরের  হোন্ডা করে লাকসাম বাইপাস খন্দকার মার্কেটের চতুর্থ তলায় নিজস্ব রুমে নিয়ে যায় এবং ফয়জুল্লাহর সঙ্গে বলাৎকার করে। মাদ্রাসায় গিয়ে সে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে মা-বাবাকে ঘটনাটি জানায়।

বিজ্ঞাপন
গত ২৬শে জুলাই ফয়জুল্লাহর বাবা নুরুল হক লাকসাম থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে পুলিশ শরীফ হুজুরকে গ্রেপ্তার করে। বড়বাম শরীফ হুজুরের পার্শ্ববর্তী বাড়ির মামলার বাদী নুরুল হক। 

মাদ্রাসার পার্শ্ববর্তী গ্রামের নুরুল হক বলেন, শরীফ লম্পট। মাদ্রাসা দেয়ার উদ্দেশ্য হলো- ছাত্রদেরকে বলাৎকার করা। বড়বাম রোডের পার্শ্বে চা দোকানদার আব্দুল আলী, বড়বাম গ্রামের সালাম, বাজারের রুবেল সহ অনেকে বলেন, মাদ্রাসা বন্ধ করার জন্য। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসাটি পরিদর্শন করেন। এলাকাবাসীর মাদ্রাসাটি বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ও দাবি জানান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status