বিশ্বজমিন
১১ বিলিয়ন ডলার সহায়তার বিনিময়ে সুইডেনকে ন্যাটোতে অনুমোদন করে তুরস্ক!
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৩, শুক্রবার, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

সম্প্রতি বহু নাটকীয়তার শেষে সুইডেনকে সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার পক্ষে সমর্থন দিয়েছে তুরস্ক। তবে পুলিৎজার জয়ী সাংবাদিক শেমুর হার্স জানিয়েছেন, তুরস্ককে রাজি করাতে ১১ বিলিয়ন ডলারের বিশাল অর্থ সহায়তার লোভ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই বিশাল অর্থ সুবিধার প্রস্তাব পেয়েই সুইডেনকে ন্যাটোতে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন বহু আলোচিত এই সাংবাদিক।
নিজের সাবস্টাক একাউন্ট থেকে শেমুর হার্স বৃহস্পতিবার একটি লেখা পোস্ট করেন। এতে তিনি বলেন, গোপন এক সূত্রের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন তিনি। বাইডেন এরদোগানকে আশ্বস্ত করেছেন যে, সুইডেনকে ন্যাটোতে যুক্ত হতে দিলে তুরস্কের জন্য আইএম থেকে ১১ থেকে ১৩ বিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করা হবে। এরপরই লিথুনিয়ায় ন্যাটো সম্মেলনের পূর্বে সুইডেনকে সামরিক জোটটিতে প্রবেশের অনুমোদন দিতে রাজি হন এরদোগান।