ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তুরস্কে সমকামিদের মিছিল থেকে অর্ধশতাধিক গ্রেপ্তার, উত্তেজনা

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ২৬ জুন ২০২৩, সোমবার, ২:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪১ অপরাহ্ন

mzamin

তুরস্কের শহর ইস্তাম্বুলের এলজিবিটি বা সমকামী সম্প্রদায়ের প্রাইড মিছিল থেকে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমকামিরা একত্র হয়ে যখন মিছিল শুরুর পরিকল্পনা করছিল, তখনই তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সমকামিরা আগেই মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে সমকামি অধিকারকর্মীরা। এরপরই অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে সমকামিদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তুরস্কে সমকামিদের অধিকার হরণ নিয়ে প্রায়ই পশ্চিমাদের চাপের মুখে পড়তে হয় দেশটির রিসেপ তাইয়েফ এরদোগানের সরকারকে। এরদোগান সরকার সমকামিতার বিরোধী। এলজিবিটিকিউ আন্দোলনকে তারা গুরুত্ব দেয় না। সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোগান।

বিজ্ঞাপন
নির্বাচনী প্রচারে তিনি সরাসরি এলজিবিটিকিউ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন। তার বক্তব্য, এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা পরিবারের কাঠামোকে ভেঙে দিচ্ছে। প্রাচীন সংস্কার, মূল্যবোধকে নষ্ট করছে।

তবে তুর্কি প্রেসিডেন্টের এই অভিমতের সঙ্গে সহমত নন এলজিবিটিকিউ গোষ্ঠী এবং আন্দোলনকারীরা। তারা দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকারের লড়াই চালাচ্ছেন তুরস্কে। সেই আন্দোলনের সূত্র ধরেই রোববার ইস্তাম্বুলে একত্রিত হয়েছিলেন তারা। লক্ষ্য ছিল একটি মিছিলের আয়োজন করা। কিন্তু পুলিশের অভিযানে তা বাতিল হয়ে যায়। রোববার দাঙ্গার থামানোর প্রস্তুতি নিয়েই ইস্তিকলাল অ্যাভিনিউতে যায়। প্রতি বছর জুন মাসেই এখানে প্রাইড মিছিলের আয়োজন করে তুরস্কের সমকামিরা। তবে এ বছর তাদেরকে তাকসিম স্কয়ারে প্রবেশে বাধা দেয়া হয়। পাশাপাশি আশেপাশের রাস্তাগুলিও বন্ধ করে গণপরিবহন চলাচল স্থগিত করা হয়।

কয়েক ডজন মানুষ গ্রেপ্তার হওয়ার পাশাপাশি এতে একজন গুরুতর আহত হয়েছে বলেও দাবি করেছে তুরস্কের সমকামি সম্প্রদায়। এদিকে দেশটির তৃতীয় বৃহত্তম উপকূলীয় শহর ইজমিরেও প্রাইড মার্চ থেকে গণগ্রেপ্তার চালানো হয়েছে। তুরস্কে সমকামিতা অপরাধ নয়,। তবে দেশটির রক্ষণশীল শাসকগোষ্ঠী বছরের পর বছর ধরে সমকামিদের বিরুদ্ধে অবস্থান জোরদার করছে। দেশটির সাধারণ মানুষের মধ্যেও সমকামিতার গ্রহণযোগ্যতা বেশ কম। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল এই মাসে টুইটারে বলেছিলেন যে, ঐতিহ্যগত পারিবারিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ কোনও কার্যকলাপের অনুমতি দেয়া হবে না।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status