বিনোদন
বাদল রহমান স্মরণে বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৩, মঙ্গলবার
মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, লেখক ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ১৩তম প্রয়াণ দিবস ছিল ১১ই জুন। ২০১০ সালের এই দিনে বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন। চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা, চলচ্চিত্র বিষয়ক গ্রন্থের লেখক ও চলচ্চিত্র শিক্ষক ছিলেন।
তার মৃত্যুবার্ষিকীর দিনটিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে বিকাল ৪টায় চলচ্চিত্র পরিচালক বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। আলোচক ছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম কর্মী, চলচ্চিত্র পরিচালক এনায়েত করিম বাবুল ও মানজারে হাসিন মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, মিডিয়া ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক বাদল রহমান পরিচালিত বিভিন্ন ক্যাটাগরিতে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০) প্রদর্শিত হয়।