বাংলারজমিন
হাটহাজারীতে রাসায়নিক কেমিক্যাল কারখানাকে স্থানীয়দের ৭ দফা দাবি পেশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জুন ২০২৩, রবিবারচট্টগ্রামের হাটহাজারীতে বিএম কন্টেইনার ডিপোর রাসায়নিক কারখানা আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের পরিবহনে সতর্কতাসহ ৭ দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা। ?গতকাল উপজেলার চৌধুরীহাট ও ফতেয়াবাদ বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর গাজী শফিউল আজিমের কাছে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়েছে, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে গত বছর জুনে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যুর পর হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ও ফতেয়াবাদ ডিগ্রি কলেজ সড়ক বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড রাসায়নিক তৈরির কারখানা ‘আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড’ ফতেয়াবাদ ডিগ্রি কলেজ সড়কের ঠাণ্ডাছড়ি এলাকায় অবস্থিত। রাসায়নিক কেমিক্যালগুলো পরিবহনে সতর্কতা নেয়া হয়। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া কন্টেইনার পরিবহনে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। ওই রোড ছোট এবং আবাসিক এলাকা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
রাসায়নিক কারখানাটি অন্যত্র স্থানান্তর করা। রাতের বেলায় ভারী যানবাহন চলাচল করা। দিনের বেলায় বেপরোয়া গতিতে বড় গাড়ি চলার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচল করতে পারে না। ঠাণ্ডাছড়ি থেকে কলেজ রোডের মুখ পর্যন্ত লাইন ম্যান দেয়া। যাতে ওই সড়কে যানজটের সৃষ্টি না হয়। প্রায়ই যানজটের কারণে অসুস্থ অনেক রোগীর গাড়ি হাসপাতালে যেতে বিলম্ব হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, গাজী মঈনুদ্দীন, গাজী ফিরোজ শিবলী, গাজী তৈয়ব, এমজে কিবরিয়া, গাজী আক্কাস, মো. সিরাজ, মো. মানিক, গাজী রুবায়েত প্রমুখ। এনিয়ে দক্ষিণ পাহাড়তলী ১নং ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম জানান, দাবিগুলো কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তারা পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।