বাংলারজমিন
হাটহাজারীতে রাসায়নিক কেমিক্যাল কারখানাকে স্থানীয়দের ৭ দফা দাবি পেশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জুন ২০২৩, রবিবারচট্টগ্রামের হাটহাজারীতে বিএম কন্টেইনার ডিপোর রাসায়নিক কারখানা আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের পরিবহনে সতর্কতাসহ ৭ দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা। ?গতকাল উপজেলার চৌধুরীহাট ও ফতেয়াবাদ বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর গাজী শফিউল আজিমের কাছে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়েছে, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে গত বছর জুনে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যুর পর হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ও ফতেয়াবাদ ডিগ্রি কলেজ সড়ক বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড রাসায়নিক তৈরির কারখানা ‘আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড’ ফতেয়াবাদ ডিগ্রি কলেজ সড়কের ঠাণ্ডাছড়ি এলাকায় অবস্থিত। রাসায়নিক কেমিক্যালগুলো পরিবহনে সতর্কতা নেয়া হয়। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া কন্টেইনার পরিবহনে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। ওই রোড ছোট এবং আবাসিক এলাকা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
রাসায়নিক কারখানাটি অন্যত্র স্থানান্তর করা। রাতের বেলায় ভারী যানবাহন চলাচল করা। দিনের বেলায় বেপরোয়া গতিতে বড় গাড়ি চলার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচল করতে পারে না।