কলকাতা কথকতা
পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা কলকাতা হাইকোর্টের নির্দেশে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২১ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট কি আবার জটিলতার অবর্তে পড়লো? বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আনা একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করছে যে মনোনয়ন দাখিলের জন্যে যে সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়।
এছাড়াও কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন নির্বাচন পরিচালনা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। রাজ্য পুলিশ দিয়ে রাজ্য নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করাবে তার ব্লু প্রিন্টও চেয়েছে আদালত। ১২ জুন অর্থাৎ সোমবার পরবর্তী শুনানির দিন এই প্রশ্ন গুলির জবাব চেয়েছে আদালত। এছাড়াও মনোনয়ন থেকে আরম্ভ করে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার ভিডিও গ্রাফ করার কি ব্যবস্থা করেছে কমিশন তাও জানতে চায় আদালত।