বাংলারজমিন
ঘোষিত সিডিউল মোতাবেকই হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল নির্বাচন
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারঘোষিত সিডিউল মোতাবেক ১৪ই জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন হচ্ছে। গতকাল হাইকোর্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পদস্থ এক কর্মকর্তার টেলিফোনের নির্দেশে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তকে রোধ করা হয়েছে। এতে নির্বাচন অনুষ্ঠানের বাধা দূর হলো।
গত ৫ই জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ঘোষিত তফসিল স্থগিত করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীর পরামর্শে তফসিল স্থগিত করা হয় বলে জানান।
পরে জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. বাবুল মিয়া ও আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যরা নির্বাচনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে গতকাল মন্ত্রণালয়ের আদেশটি বাতিল করে হাইকোর্ট। জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল মিয়া ও মো. বাবুল মিয়া জানান, হাইকোর্টের আদেশের মধ্যদিয়ে আমাদের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচনের আর কোনো বাধা রইলো না। আগামী ১৪ই জুন জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জানান, আদেশ পেলে আবার নির্বাচনের প্রক্রিয়া করা হবে।
মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান প্যানেল পদের জন্য জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া, আবুল কালাম আজাদ ও বিউটি কানিজ প্যানেল চেয়ারম্যান-১, প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]