বিনোদন
দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মৌ
স্টাফ রিপোর্টার
৯ জুন ২০২৩, শুক্রবার
বর্তমানে বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। এদিকে গুণী পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ আগেই শেষ করেছেন তিনি। আর আজ এ ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে। এ ছবিতে মৌ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে।
সামাজিক প্রেক্ষাপটের ছবি এটি। গত ক’দিন ডিপজল ও মৌ খান এ ছবির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এদিকে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এ নায়িকা। তিনি মানবজমিনকে বলেন, বেশ ভালো লাগছে। অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে। ‘যেমন জামাই তেমন বউ’ খুব ভালো গল্পের একটি ছবি। এ ছবিতে দর্শকদের ভালো লাগার সবকিছুই রয়েছে। তাছাড়া আমার চরিত্রটিও বেশ আলাদা।
এখানে আমাকে রোমান্টিক দৃশ্যে যেমন দেখা যাবে আবার তার বিপরীতে অ্যাকশনেও দেখা যাবে। আজ পুরান ঢাকার চিত্রালী সিনেমা হলে ছবিটি আমরা দেখবো। আমার বিশ্বাস দর্শক ছবিটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করবে। এদিকে ডিপজলের সঙ্গে করা আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে মৌ এর। এর বাইরে দ্রুতই ‘ডিলিট’ এবং ‘প্রেমকাব্য’- নামের দু’টি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। আশা করছি খুব ভালো কিছুই হবে।