বিনোদন
দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
স্টাফ রিপোর্টার
৯ জুন ২০২৩, শুক্রবার
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বাংলা সিনেমা কাগজ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। অভিনয় করেছেন ইমন, আইরিন, মাইমুনা মম প্রমুখ। একজন লেখক, যার একেকটি লেখার জন্ম হয় কোনো না কোনো ঘটনার মধ্যদিয়ে; সেই লেখককের জীবনের গল্প নিয়ে তৈরি ‘থ্রিলার-রোমান্টিক’ ঘরানার সিনেমা ‘কাগজ’ ।
ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে ফাইসাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় বাংলা সিনেমা ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার) অভিনয় করেছেন- আরেফিন শুভ, ঐশী, তাসকিন আহমেদ প্রমুখ। এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ‘এক্সট্রিম ২’। এ ছাড়াও ঈদের ৭ দিন দীপ্ত টিভিতে থাকেছে সৈকত নাসিরের পরিচালনায় সিনেমা ‘তালাশ’। অভিনয়ে আদর জাহান, শবনম বুবলী প্রমুখ। আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয় সিয়াম, পরীমনি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকার প্রমুখ।
এফ আই মানিকের পরিচালনায় ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয়ে- শাকিব খান, অপু বিশ্বাস। ফাইসাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’। অভিনয়ে- আরেফিন শুভ, ঐশী, মিশা সওদাগর প্রমুখ। আশিকুর রহমানের পরিচালনায় ‘কিস্তিমাত’। অভিনয়ে আরেফিন শুভ, আঁচল প্রমুখ। এম রাহিমের পরিচালনায় ‘শান’। অভিনয়ে- সিয়াম, পূজা চেরী প্রমুখ। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘অবতার’। অভিনয়ে- আমিন খান, মাহিয়া মাহি প্রমুখ। কাজী হায়াৎ এর পরিচালনায় ‘বীর’। অভিনয়ে শাকিব খান, বুবলী প্রমুখ। মীর সাব্বিরের পরিচালনায় ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, ঐশী প্রমুখ। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। এ ছাড়াও থাকছে আরও কয়েকটি সিনেমা।