বিনোদন
বাতিঘরে ‘ভগবান পালিয়ে গেছে’
স্টাফ রিপোর্টার
৯ জুন ২০২৩, শুক্রবার
প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে নাট্যদল বাতিঘর। গতকাল মুক্তনীল নির্দেশনায় মঞ্চে এনেছে নতুন নাটক ‘ভগবান পালিয়ে গেছে’। এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। আজ সন্ধ্যায় একই মিলনায়তনে দ্বিতীয় মঞ্চায়ন হবে। মুক্তনীল বলেন, এটা আক্ষরিক অর্থে ভগবানের পলায়ন নয়। এটা আমাদের সত্তা, বিবেচনা, মানবিকতা ও বিবেক পলায়ন।