বিনোদন
লাবণ্য-বরুণের বাগদান
বিনোদন ডেস্ক
৯ জুন ২০২৩, শুক্রবার
বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা জুটির প্রেম-বিয়ে নিয়ে অনেক দিনের গুঞ্জন। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। এরপর জড়ান সম্পর্কে। এবার সব গুঞ্জন উড়িয়ে আজ বরুণ ও লাবণ্য বাগদান সারবেন। ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হবে। বাগদান অনুষ্ঠানে পরার জন্য পোশাক ও আংটি ইতালি থেকে কিনেছেন।